রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অসীম শ্রদ্ধার সহিত তাঁর
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে"
লেখাটির আঞ্চলিক ভাষায় প্যারোডি করার চেষ্টা করলাম।আশা করি রবীন্দ্র অনুরাগীগণ মনক্ষুন্ন হবেন না।
যখন গইড়বে রেকড করোনা আজ এই বাটে
হামি বাইরাবো নাই কক্খনো পথে ঘাটে
দোকানদারের সভেই দেনা মিটাঞ দিব গো,
মিটাঞ দিব লেনাদেনা বন্ধ হবেক আনাগনা এই হাটে
তখন হাম্কে নাইবা মনে রাইখলে
হামার দিগে ভাইলে ভাইলে নাইবা অরা ডাইকলে।।
যখন জইমবেক ধুরা মদ খাওয়া গিলাস গিলায়
মাতাল গুলা ঘুইরবেক ভাটির পাশ গিলায়।আহা
লকডাউনের ফাঁকে ফাঁকে
জইমবেক পাটি রাস্তা ঘাটে
খিজাঁই দিবেক ফাঁকা টাঁইড়ের ঘাঁস গিলায়
তখন হাম্কে নাইবা মনে রাইখলে
হামার দিগে ভাইলে ভাইলে নাইবা অরা ডাইকলে।।
এখন বহুত কষ্টে বিটি ছেইলার দিন কাটে
বিকাল হইলেই বেইরাই লিপস্টিক ঠোঁটে।আহা
গলির মোড়ে রাস্তার বাঁকে
ঠেলা গুলি খুঁইজতে থাকে
পাইলে মন ভইরে যায় গুপচুপ আর চাটে।
তখন হাম্কে নাইবা মনে রাইখলে
হামার দিগে ভাইলে ভাইলে নাইবা অরা ডাইকলে।।
তখন ডাইকলেও ত সেথা যাথি নাই হামি
তরা বইল্তে পারিস হামকে বহুত হারামি।আহা
লাখ জনমের মানুষ জনম
বাঁইচে লে ভাই মনের মতন
একবার ভাইভে দেখিস জীবনটা বহুত দামি।
তখন হাম্কে নাইবা মনে রাইখলে
হামার দিগে ভাইলে নাইবা অরা ডাইকলে।।