পরীক্ষা তো পৌছে গেল
                        হয় না লেখাপড়া,
বাংলাটা তো অনেক সোজা
                        ব্যাকরণটা কড়া।
ইংরাজি তো যায় না বোঝা
                       ইংরেজদের ভাষা,
না লিখতে পারলে মনে
                    থেকেই যাবে আশা।
অঙ্কের কথা বল নারে ভাই
                       হিসাবেতেই ভর্তি,
না কষতে পারলে মনে
                    লাগবে নাকো স্ফুর্তি।
ভূগোলে তো সবই গোল
                      পাহাড় পর্বতে ঘেরা,
সেই রাস্তাই হাঁটো যদি
                       যাবে নাকো ফেরা।
ইতিহাস তো অনেক কঠিন
                         রাজ রাজাই ভরা,
কত খ্রিষ্টাব্দে কোন যুদ্ধ
                    যায় নাকো ঠিক ধরা।
এবার যখন বই খুললাম
                     ভৌতবিজ্ঞানের কথা,
পড়ে পড়ে ব্যর্থ হলাম
                         ঘুরে গেল মাথা।
আর বলো না জীবন বিজ্ঞান
                   হাড় গোড় লতা পাতা,
কোন শস্যে কোন ভিটামিন
                     মনে আসেনা অযথা।
পরীক্ষার দিনেতে আমি
                      ক্লাস রুমেতে একা,
বসে বসে দেখব শুধু
                      সহপাঠীদের লেখা।


সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমাদের কবিতা আসরের পাঠক পাঠিকা ছাত্র ছাত্রীদের প্রতি অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানালাম