জাহান্নামের আগুণ তাপে
পুড়বে যখন দেহ!
ভুলের মাশুল গুনতে তখন
ফিরে আসবে কেহ?
তাইতো বলি সময় থাকতে
জ্বালো প্রেমের আলো
হবে ইহকাল, পরকাল আর
অন্তত কাল ভালো।
রমজান মাস মনযোগ দিয়ে
সিয়াম পালন করে,
দান খৈরাত সহযোগীতায়
পরের দুঃখ হরে।
পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ দ্বারা
আল্লাহর প্রতি মন,
সেই তো তোমার সঙ্গে যাবে
পরকালের ধন।



আজ হাতে কবিতা না থাকায় আসরের শ্রদ্ধেয় কবি মোঃ  সানাউল্লাহ্‌ (আদৃত কবি) মহাশয়ের "আর নয় হেলা" কবিতার মন্তব্যে লেখা আমার ছোট্টো কবিতাটি তুলে দিলাম।