পূণ্যের অঙ্ক শূণ্য হবে
ভরবে পাপের ঘড়া
জীবন তখন টলমল
উঠবে বিষ ফোঁড়া।
করনা যত দু নাম্বারী
ডুবে ডুবে জল খাবি
পুঁটির কাঁটা টুটিতে গেলে
দিশেহারা হবি।
টেবিল তলে আদান প্রদান
সি সি টিবিতে উঠছে,
কড়াই গন্ডাই উশুল হবে
নরকে তেল ফুটছে।
দুদিনের এই জীবন কাল
ভরনা পাপের ঘড়া,
এটা বুঝে দেখ সবার কিন্তু
হয়না রে বিষ ফোঁড়া।