বাবা........
ফুল কুড়াতে গিয়েছিলাম
স্কুল মাঠের বাগে,
নিয়ে এলাম সুতরি নুড়ি যদি
তোমার কাজে লাগে।
দাদু বলেন ফেলে দে রে
এ তুই কোথায় পেলি!
ফেলতে গিয়ে বিকট শব্দে
অজ্ঞান হয়ে গেলি।
জ্ঞান ফিরল হাসপাতালে
ক্ষত বিক্ষত দেহ,
বাম হাতটা কোথায় গেল
বলতে পর কেহ?
বল্লে তুমি বাড়ি গিয়ে
নতুন কিনে দিবে,
সে হাত কি আর পাব বাবা
তোদের এই ভবে?
স্কুলে যারা রেখেছিল বোমা
ভোটের জয়ে হাসে,
এই ভোটে হাত হারালাম
ভোট কেন যে আসে?
বোমা নিয়ে দুই দলেতে
চাপান উতোর চলছে,
আমার হাতের কি হবে বাবা
কেউ কি কিছু বলছে?
জিতল যারা পাঁচটি বছর
মহা সুখেতে খাবে,
ভাবছে না কেউ বড় হয়ে
আমার কি বা হবে!
কাঁদছি আমি চোখের জলে
কাঁদছে আরো কত,
পিতা, দাদা, স্বামী হারিয়ে
কাঁদছে শত শত।
যারা জীবন নিয়ে ছেলেখেলা
খেলতে ভালবাসে,
আমার জয় হবে একদিন
তাদের সর্বনাশে।
নাম-পৌলোমী হালদার(বয়স ৭ বছর)
পিতা-শম্ভু হালদার(অসুস্থ )
মা-দীপালি হালদার(সেলাই করে পরিবার পালন)
ঘটনা-২০ এপ্রিল ২০১৮
সুত্র-আনন্দ বাজার পত্রিকা (প্রথম পাতা)২৫/০৫/২০১৮
গত নির্বচনে আতাতায়ীদের দ্বারা ক্ষতিগ্রস্ত সমস্ত মা, বোনদের আমার এই কবিতটি উৎসর্গ করলাম।