হা..হা..হা..ভালবাসা অশ্ব আণ্ডা
কেউ কেউ আবার দেখায় ডাণ্ডা
নি:স্বার্থ প্রণয় পেলে
এই গরমেও লাগবে ঠান্ডা।
ভালবাসা তো ভালবাসা
ভালবাসার হয়না আদল,
ভালবাসা হয় কলঙ্কিত
পাত্র পাত্রী গুনগত বদল।
প্রত্যাশাহীন ভালবাসায়
হয়তো বা দু:খের কারণ,
নি:স্বার্থ ভালবাসায়
পবিত্র হয় প্রাণ ও মন।
ছল চাতুরি দৃশ্য প্রেমে
অন্তর সার শূন্য হয়,
প্রেম মাধুরী মিশ্রিত মন
মনুষত্বের হবে জয়।
কবিতাটি ০৪/০৪/১৮ তারিখ আসরের শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুল মহাশয়ের "ভালবাসার আদল" কবিতার মন্তব্য লিখেছিলাম। সবার পড়ার সুবিধার্থে পাতায় নিয়ে এলাম। তাছাড়া হাসপাতাল থেকে বাড়ি ফিরে সংসারের সমস্ত দায়িত্ব আমার উপর বর্তে গেছে তাই আসরে আগের মতো সময় দিতে পারছি না। চেষ্টা চালিয়ে যাচ্ছি সঙ্গে থাকার। অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা জানালাম।