ও দয়াময় নামটা কেন
"দয়াময়" রেখে ছিলে,
সৃষ্টিসুখের সময় কেন
দুঃখও এঁকেছিলে?
কেন আজ বানভাসিতে
হাহাকারের রব,
কেন আজ উছল গাঙ্গে
মৃত্যুর উৎসব?
তলিয়ে গেল ভিটে মাটি
তলিয়ে গেল চাষ,
নিঃস্ব হয়ে অনাহারে
ত্রাণ শিবিরে বাস।
হৃদয় ভাঙ্গা গাঁগুড়ে আজ
চোখের জলে বন্যা,
ও দয়াময় শুনতে পাওনা
বানভাসিদের কান্না?
রক্ত মাংসের শরীর হলে
বিদীর্ণ হতো হিয়া,
পাষাণ হয়ে আছো প্রভু
নাই হে তোমার দয়া।
কেমন দয়ময় হে প্রভু
কেমন দয়ময়?
কবে তুমি দিবে ওহে
সঠিক পরিচয়?




কেরলে বানবাসি দূর্গতদের প্রতি সমবেদনা জানাই।