বিরল থেকে বিরলতম ঘটনা হয়
আমাদের এই দেশে,
প্রধাণ বিচার পতিকে কাঠ গোড়ায়
দাঁড়াতে হয় যে শেষে।
অপক্ষপাত, গনতান্ত্রিক বিচারে বিশ্বে
ভারত সব চেয়ে বড়,
বিচার পতিদের লড়ায়ে এখন
তা হয়ে গেছে লড়বড়।
বড় বড় আমলা বাঁচাতে গিয়েই
ফাইল হয়ে যায় চুরি,
দোষী কে নির্দোষ সাবিত করতে
আইন করে হেরাফেরি।
"জোর যার মুলুক তার"
একথা শুনেছি আগে,
এখনো যে সেই ব্যবস্থা চলছে
ভাবতেই লজ্জা লাগে।
খিদের জ্বালায় রুটি চুরি করলে
আমরা হয়ে যায় দোষী,
নেতারা তাদের আড়তে জমায়
কালোধন রাশি রাশি।
যদি আইন সবার সমান তবে
গরীব কেনো সদা হারে,
কোন বিচারে ধনী ছাড় পায়
সর্বচ্চো ন্যায় মন্দিরে?
১৩০কোটি জনগণ তাকিয়ে রয়
প্রধান বিচারালয়ে,
পক্ষপাত হীন বিচার করুক
বিচারপতিরা নির্ভয়ে।
নির্দোষী হোক শৃঙ্খল মুক্ত
দোষীদের সাজা হবে,
ভারত সেদিন জগৎ সভায়
শ্রেষ্ঠ আসন লবে।