নাইবা হলো পথে দেখা(আমার)২।
অন্তরে যার আশা যাওয়া ।
হিসেব নিকেশ করবো কেনো ।২
যা কিছু হোক দেওয়া নেওয়া। ।
নাইবা .......................দেখা।
জীবন যদি চেয়ে বসো । ।
কেমনে বলি এখন রসো ।২ ।
তখন কি আর বলতে পারি ।২
আমার জীবন বৃথাই চাওয়া। ।
নাইবা........................
অন্তরে........................
হিসেব........................
নাইবা........................ দেখা।
আমার জীবন তোমার লাগি । ।
যখন ইচ্ছা লহ গো মাগি । ২ ।
প্রয়োজনে পারলে দিতে ।২
জীবন সফল হবে দেওয়া। ।
নাইবা...........................
অন্তরে...........................
হিসেব...........................
নাইবা............................ দেখা
আমার নাইবা.....................দেখা।