খরচ করে ভোটে জিতেছি
আদায় করতে হবে,
জন সেবাই করবো যদি
তুলবো সে টাকা কবে।
জেতার আগেও দুতিন বার
হেরেছি খরচ করে,
সে টাকা যদি না তুললাম
বেঁটেছি কিসের তরে।
আগে স্বপ্ন ছিল মস্তবড়
করবো একটা বাড়ি,
ঘরের কাছে থাকবে রাখা
দুচার খানা গাড়ি।
আত্মীয় স্বজন চাকর বাকর
সবার চাকরি হবে,
অত অত টাকা এমনি কি আর
খরচ করেছি তবে।


জনসেবা?ছিঃ ছিঃ! কি বলেন মশায়?


জন সেবাই আজকাল কেউ
ভোটে দাঁড়ায় নাকি,
গরীব মরুক পেটের জ্বালায়
আমরা সুখে থাকি।