আমরা কি আর অতীত ঘেঁষা?
পুরোনো খেয়াল সাজে,
নতুন দেশে নতুন রাজত্ব
আমাদেরই রাজে।
ঘোড়াই টানা রথের গাড়ি
আর কি মোদের মানায়,
বি. এম. ডব্লু, জাইলো, সাফারি
থাক ঘরের আঙিনায়।
পাক, পেয়াদা, সেপাই নিয়ে
আত্মরক্ষা আর কি হয়,
এখনের রাজার শত্রু অনেক
সেই কারণেই ভয়।
পড়শি দেশের আক্রমনে
আমরা কি যেতে পারি,
প্রজাগণের দুঃখ ব্যথায়
কাঁদব কি আর জারিজুরি?
আমরা এখন রাজার রাজা
দেশের পালন হার,
চেলা চামুন্ডা, সান্ত্রী, নেতা
আর থাকবে বডিগার্ড।
লালবাতি গাড়িতে মোরা
থাকি জানালা বন্ধকরে,
দেশের হাল কত দেখবো
কত দেখবো গরীব মরে?
কত খবর রাখতে পারবো
কে খেলো বা না খেলো?
সরকারের সাহায্য গুলো
কে পেলো বা না পেলো?
জনগণের দয়ায় তো নয়
টাকা দিয়ে জিতেছি ভোটে,
দেশটা এবার গোল্লায় যাক
ভোটাররা সব উঠুক লাটে।
তাতে আবার আমাদের কি
আমরা থাকবো মহাসুখে
বিলাপ করুক কেউবা দেখে
কিম্বা কাঁটা বিঁধুক বুকে।
কিচ্ছু যায় আসে না, আমরা
যাচ্ছে তাই করতে পারি,
পাঁচটি বছর আখের গুছিয়ে
তারপর হারি কি জিতি।