তোমার অবদান ভারত বাসী
ভুলবে কেমন করে,
যে লড়ায়ে অদৃশ্য হলে
স্বাধীনতার তরে।
রক্ত দিয়ে, জীবন দিয়ে
আনলে স্বাধীনতা,
সবার হৃদয়ে দেশ প্রেম
জাগালে মানবতা।
তোমার ভয়ে আতঙ্কিত হয়ে
হটল ব্রিটিশ রাজ,
শাসন মুক্ত ভারত বাসী
পেল পূর্ণতা স্বরাজ।
দেশ বাসীর প্রাণে জাগালে তুমি
বিপ্লবেরই বাণী,
কিন্তু এখন চলছে এ দেশে
গদির টানাটানি।
ধর্ষণ,খুন, রাহাজানি আর
অসহিষ্ণুতার বৃদ্ধি,
কৃষক,গরীব মরলেও লাখে
নেতার হয় শ্রীবৃদ্ধি।
দুর্নীতি আর দুর্বৃত্তায়নে
দেশটা গেছে ছেয়ে,
শোষণ চালায় দুর্নীতিবাজ
চেলা চামুন্ডা নিয়ে।
গরীব ভোটার ভোট দিয়ে যায়
দু টাকা চালের জন্য,
কোটী টাকার চারা খায় নেতা
সত্যি এ দেশ ধন্য।
অশিক্ষা, গরীবি থাকলে নেতা
ফলে ফুলে হবে পূর্ণ,
নেতা-জী খায় গরীবের খাদ্য
তাই গরীবের পাত শূন্য ।
আজি এই অভাবের দিনে
করছি তোমায় স্মরণ,
সব নেতা-জী'র মৃত্যু হলেও
হয় না তোমার মরণ।