আসছে নাকি নতুন দিন
নতুন শুভক্ষণ,
তবু কেন আমার ভিতর
বিষণ্ণ আজ মন।
কেন তবু উচ্ছাস নেই
নেই আনন্দ ধারা,
আমার ভিতর কেন জাগে
আমি সর্ব হারা।
অন্তর কেন শুন্য আমার
বাঁশি বিষাদ সুর,
স্বপ্ন গুলো আছড়ে পড়ে
ভেঙ্গে হয় চুরচুর।
কতনা এসেছে নতুন দিন
কতনা নতুন পল,
বহে চলেছে আজো অবাধে
শুখেনি চোখের জল।
মাতৃ হারা পিতৃ হারা
আত্মীয় স্বজন হীন,
আমার জীবনেও আসুক না কভু
একটা নতুন দিন।