আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে আমার এই ছোট্টো প্রচেষ্টায় পৃথিবীর সমগ্র নারীদের প্রতি সম্মান জানালাম।
আমি স্ত্রী, আমি নারী,
আমি জায়া,আমি শর্বরী
আমি মেয়ে, আমি মাতা,
আমি যুগে যুগে ছড়ায় বার্তা।
আমি লক্ষ্মী বাঈ, আমি ফুলন, আমি টেরেজা,
আমি সরস্বতী, আমি লক্ষ্মী, আমি দশভুজা।
শ্রীমদ্ম ভাগবৎ গীতা আমি,
দ্রোপদী আমি, সীতা আমি।
পুরুষ শাসিত সমাজে আমি
ভাগ্যের চাকায় পিষ্ট হয়েছি,
জুয়ার বাজিতে হেরেছি আমি
আবার অগ্নি পরীক্ষাও দিয়েছি।
যুগে যুগে নারীদের তবুও
অপমান সইতে হয়,
আঁধার পথে নারীরা আজো
হাঁটতে পায় ভয়।
একা রাস্তায় মেয়ের পথে
হিংস্র পশু লোলুপ কেন?
শ্লীলতাহানি, ধর্ষণ,লাঞ্ছিত
পুরুষের হাতের খেলনা যেন!
আগম সংকেত জেনেই হয়
কেন কন্যা ভ্রুণের হত্যা,
একাধিক কন্যা জন্ম দিলেও
কেন সে নারীর প্রতি বর্বরতা?
পুত্র অপেক্ষা কন্যাদের কেন
হীন নজরে দেখেন বাবা মা,
শিক্ষা, দীক্ষায়, সমাজে, সংসারে
কেন মেয়েরা আজো অবহেলিতা।
আজো মেয়েদের ভাবা হয়
পরিবারের বোঝা স্বরুপ,
অযোগ্য পাত্রে সম্প্রদানেও
তবু মেয়েরা থাকে নিশ্চুপ।
স্বামীর গৃহেও নির্যাতিত হয়
বাড়তি পনের দাবি করে,
শেষে আত্মহত্যা করে অথবা
গলা ঘুটে কুপিয়ে মারে।
যে মা সন্তানদের দশমাস
ধারন করেন ধর্ভাবস্হায়,
সেই পুত্ররা পাঠায় মা কে
বৃদ্ধাশ্রমে বৃদ্ধাস্হায়।
পুরুষেরা আজ স্মরন করো
ভবে এসেছো কাহার কৃপায়,
সহস্র কোটি প্রনাম জানাও
সেই দেবী জননীর শ্রীপায়।