নব প্রভাতের নব আলোকে
আলোকিত হোক সবার প্রাণ,
আজিকের এই আনন্দ ধারা
হোক চির অক্ষয় অম্লান।
সময়ের স্রোতে বয়ে যায় ভেসে
এক একটা দিন কাল,
একি সে প্রভাত একি সে গোধূলি
একই ছন্দ সুর তাল।
সময়ের ধারা বয়ে চলে যায়
জীবন নদীর মতো,
কখনো উচ্ছাস ঝর্না ধারায়
কখনো শেঁওলার ক্ষত।
কান্না হাসি দুঃখ বেদনা
এই নিয়ে তো জীবন ধারা,
কভু আসে বিষাদ জীবনে
কভু আনন্দে আত্মহারা।
আজিকের এই রঙিন প্রভাতে
রেঙে উঠুক সবার মন,
হিংসা দ্বেষ কলুষ মুক্ত
হোক নবীনের আগমন।
সবার হৃদয়ে জেগে উঠুক
সৌহার্দ্যময় ভালবাসা,
মনের যত কামনা বাসনা
পূর্ণ হোক সবার আশা।