আজকে দেখি ভিন্ন প্রেমের খেলা
পশ্চিমীদের অনুকরণে মাতে,
সারা বছর ডেটিং চেটিং করে
চৌদ্দো ফ্রেব্রুয়ারী বরাদ্দ প্রেমের খাতে।

বিশেষ কোনো দিন কি হতে পারে
প্রেম প্রীতি ভালবাসার জন্য?
ক্রয় করে প্রেম আনতে পারি নাকি,
যেমন তেল-নুন বা হাটের কোনো পণ্য!

ভালবাসা কি প্রণয় ঘটিতই হবে?
মা-বাবাতে কি প্রেম হতে নেই?
ভ্রাতা-ভগ্নী,পুত্র-কন্যার প্রেমে
অনেকে তো হারায় দেখি খেই।

জানি প্রেমের নেইকো কোনো দিন,
ভালবাসার নেইকো কোনো আইন,
মাতা, কন্যা, ভগ্নী এবং জায়া
এরাই সবাই আমার ভেলেন্টাইন।


প্রিয় পাঠক, পাঠিকা, সম্পদক, প্রকাশক ও সকল শুভাকাঙ্ক্ষীদের ভেলেন্টাইন দিবসের হার্দিক শুভেচ্ছা জানালাম।