দুষ্টু ভালবাসা
***********
ভালবাসায় মনটা যখন গলে ক
উচ্চ নিচের বিভেদ সকল ভুলি। খ
আমার দিকে তাকায় মধুর ছলে ক
ভালবাসায় মনটা যখন গলে । ক
তাকেই নিয়ে ভাবনা হৃদয় তলে ক
প্রেম পিরিতী তুষের আগুন জ্বালি। খ
ভালবাসায় মনটা যখন গলে ক
উচ্চ নিচের বিভেদ সকল ভুলি । খ
শরতের বিদায়ে
**********
শরৎ যখন বিদায় নিল ধরা ক
বিষাদ যেন হৃদয়পুরে বাজে খ
হেমন্ত আগ-মনে আত্মহারা ক
শরৎ যখন বিদায় নিল ধরা। ক
মেঘেরা আজ বিদায় নিল সারা ক
সোনালী রোদ আবছা সকাল সাঁঝে খ
শরৎ যখন বিদায় নিল ধরা ক
বিষাদ যেন হৃদয়পুরে বাজে। খ