স্বপ্ন গুলো ক্রমে ক্রমে বিলিন হয়ে যেতে চাইছে,
বাস্তবতার অবতারণা তারা তো
দেখতেই পেলো না।
আসলে বিকলাঙ্গ মানুষ
শুধু শারিরীক ভাবেই নয়
মানসিক ভাবেও হয়ে পড়ে ধীরে ধীরে।
মরুভূমির নদীর মতো
অশ্রুধারা গুলি সুখে যেতে চাই।
প্যারালাইসিস আক্রান্ত অঙ্গের মতো
অনুভূতি গুলিও অসাড় হয়ে পড়ে।
লজ্জাবতী পাতা যেমন
কিছুতেই আর পল্লবিত হতে চায় না
ক্ষনিকের ছোঁয়ায়।
লজ্জা, ঘৃণা, ভয়, গ্লানি,হীনমন্যতা
বার বার জেগে ওঠে বধিরতার কারনে।
যুদ্ধ নয় জীবন সংগ্রাম
যার পরিণতি নিশ্চিত।
এ যেন পাদুকায় প্রস্তর খণ্ড নিয়ে চলা।
স্তব্ধ স্রোতের নিষ্প্রাণ নদী
যেন ক্যালেন্ডারে আঁকা।
যেন কাঁচের দেওয়াল
স্পর্শহীন অনুভূতি।