লিখছি কথা রুধির ধারায়
শান্তনা নয়, কান্না চাপা,
কিশোর শিশুর পিতৃ বিয়োগ
ব্যাথার ওজন যায় কি মাপা?
রাজার গড়ে মৃত্যু মিছিল
মন্ত্রী সেপাই অন্ধ কালা,
কেউ দেখে না কেউ শোনেনা
স্বজন হারার বিষম জ্বালা।
মানুষ মরার দৃশ্য লোভে
জ্বালিয়ে দিয়ে অগ্নিকাণ্ড
চতুর্দিকে ছিন্ন দেহে
রাজধানী আজ লন্ডভন্ড।
মারছো মানুষ পোষাক দেখে
রক্তের রং ভিন্ন তো নয়!
হিন্দু কিম্বা মুসলমান,
রক্ত ধারা লোহিত ময়।
গুনতি করো লাশের সারি
হিন্দু কটা মুসলমান?
জ্বলছে কটা চিতার আগুন
বাড়ছে কটা কবরস্থান?
সিঁথির সিঁদুর মুছলো কজন
কোল শূন্য কটা মায়ের?
জেনে-বলো কার কটা হলো
এফ আই আর দায়ের?
কটা বাড়ি জ্বলছে কাদের?
কটা শিশু অনাথ হলো?
তাদেরও কি আজ বইছে রক্ত
অস্ত্র সস্ত্র যারা জোগালো?
ভাইয়ে ভাইকে মারছে গুলি,
ঝাঁঝরা হচ্ছে বুকের ভিতর,
এতদিন যে আপন ছিল
আজকে হটাৎ হচ্ছে সে পর।
প্রতিটি বিকালে বন্ধুর মা
পুত্র স্নেহে খাওয়ালো মুড়ি,
আজকে হটাৎ শত্রু তারা
চাচার বুকে মারছি ছুরি।
শত্রু এখন একে অপরে
চলছে লড়াই চতুর্দিকে,
মন্ত্রী নেতা ঠান্ডা ঘরে
ক্ষয় খতিয়ান হিসাব লেখে।
মরছে মানুষ নির্বিকারে
তাতে রাজার নেইকো বালাই,
এদিকে যখন মৃত্যু মিছিল
রাষ্ট্র খাচ্ছে সোনার থালাই।