টুড়গা নদী রুদ্ধ হবে সাফ হবে ঝাড় ঝোপ
লক্ষ লক্ষ হরিৎ বৃক্ষে পড়বে এবার কোপ।
জল বিদ্যুত উঠবে গড়ে ঘুরবে টারবাইন!
কর্ম হবে জ্বালবে আলো আসবে আচ্ছে দিন ?
বন জঙ্গল নগর হবে সবারই হবে ধন,
একেই নাকি বিকাশ বলে এটাই উন্নয়ন।
হায় রে তোদের উন্নয়নের কথায় আগে ভুলে
পাহাড় কেটে খনিজ সম্পদ নিয়ে গেছো তুলে।
হাজার প্রকার যন্ত্র এনে চালিয়ে দিলে কল
কর্ম খালির স্বপ্ন দেখিয়ে করলে শুধুই ছল।
বিদ্যুত গেল সুদূর শহর গ্রাম আঁধারে আজও
প্রবঞ্চনায় গ্রামের মানুষ পাইনি কেউ কাজও
হারিয়ে গেল পাখ পাখালী অনেক রকম জন্তু
তোদের নতুন প্রলোভনের ভুলছি নাকো কিন্তু
মহামারীর দুর্দিনে আজ বুঝতে নেইকো বাকি
গাছ থেকে প্রাণবায়ু পেয়ে আমরা সুস্থ থাকি।
গাছ থাকলে তাপ কম হয় বৃষ্টি ছুটে আসে,
প্রকৃতির এই সম্পদ পায় আমরা বারো মাসে।
কল্কল্ সেই ঝরনা ধারায় আমরা করি স্নান
নানান প্রকার পাখির ডাকে আমরা শুনি গান।
চাই না তোদের নগর শহর চাই না যান্ত্রিকতা
চাই না কোন মেকি উন্নয়ন চাই না আধুনিকতা।
গাছ আমাদের দেবতা শুনুন আরাধ্য হলো বন
লক্ষ লক্ষ দেবতা নিধনের চাই না উন্নয়ন।