আগে । মাগো আমায় বলতে যদি তুমি
পড় পড় পড় পড় খোকা,
তাহলে তো ফেলটা হতো নাকো
তাহলে তো হতাম নাকো বোকা।
তবে । পাশ করতাম ভাল ভাবে আমি
আরো যে পড়তাম এম.এ, বি.এ,
মাষ্টার, ডাক্তার, উকিল আমি হতাম
তারপরে করতাম আমি বিয়ে।
তখন । আনন্দিত হতো তোমার মন
সোনার মতন বউকে কাছে পেয়ে,
মাইনে যখন পেতাম আমি ওগো
তোমায় দিতাম বউকে বা না দিয়ে।
আমায় । কেউ বলতো 'মাষ্টারমশাই এই যে'
না হয় বলতো 'ডাক্তার বাবু পরনাম',
উকিলই যদি হতাম ওগো আমি
তাতে তোমার কি বল হতো নাকো নাম?
কিন্তু । আমার মনে যত স্বপ্ন গাঁথা ছিল
আজকে তাহার কিছুই হলো নাকো,
এখনো তো বলো আমায় মাগো
'আরেকটি বার চেষ্টা করে দেখো'।