আমার এই কবিতাটি আসরের শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুল মহাশয়ের আলোচনার পাতায় লেখা "মায়ার বাঁধন" এর মন্তব্যের পাতায় লেখা আমার কবিতা "মায়ার বন্ধনে"
তার শ্রীচরণে উৎসর্গ করলাম।
থাক না কাঁটা তারের বেড়া
রুদ্ধ থাক না দুই সীমানা।
প্রেম বিনিময় হাতের মুঠোয়
ডিজিটালের এই জমানা।
মায়ার বাঁধন প্রেমের পরশ
সৌহার্দ্যময় ভালোবাসা,
বাংলা কবিতা ডট কমে আজ
পুরন করলো মনের আশা।
হোক না হাজার মাইল দূর
থাকুন না ব্যবধানে দূরে,
প্রিয় কবির অসুস্থতার বাণী
বার্তা ভাসে নয়ন দ্বারে।
প্রভুর কাছে নালিশ জানাই
আজ প্রিয় কবি মোর অসুস্থ ,
প্রভু শুনলেন প্রার্থনা মোর
ফিরে পেলাম হয়ে সুস্থ।
প্রভুর নিকট আরো কামনা
দীর্ঘজীবী হউন প্রিয় কবি,
বাংলা কবিতা আসরে ছড়ান
প্রকাশ যেমন ছড়ায় রবি।
আসরের অন্য কবিদের জানাই
প্রেম ভালোবাসা আর প্রীতি,
শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে
এই কবিতাই টানলাম ইতি।