বিশ্ব জানে                        ভাষার জন্যে
             বাঙালীর মনোরথ,
রক্তের ধারা                    স্রোতের পারা
               বহেছে রাজ পথ।
বাংলার ছেলে                  প্রান অবহেলে
           বিলায়েছে মা'র তরে,
তাইতো আজ                 বাঙালির রাজ  
                বিশ্বের দরবারে ।
হয়তো এখন                  ভুলেছে এ মন
             স্বাধীনতার এই রণে,
দিয়েছে সাথ                    সাহায্যের হাত
              ইন্দিরাও ছিল সনে।
ভারতীয়র বুকে                 ভায়ের দুখে
              সেদিন এসেছিল ছুটে,
যে ভাবে যে পারে              সাহায্য করে
               দু:খ নিয়েছিল বেঁটে।
ভায়ের সুখ                      উছলিত বুক
                দেখে যায় দূর হতে,
আক্ষেপ এই                   সেদিনের ভাই
          আজ ভাসে আনন্দ স্রোতে।
কতনা কবি                     আঁকলেন ছবি
             শহীদদের জয়গাঁথা,
একবারো কেহ                  গায়নি গেয়
             ভারতের কোন কথা।
আমি কবি ভাই            ভাষার গান গায়
             মিলেমিশে থাকো সুখে,
ভাই ভাই মিলে         একে অপরে গলে
            মিলে থাকো সুখে দুখে।


গেয়>গান করা হবে এমন