মনুষ্যত্ব আজ হারিয়ে গেছে
আস্থাকুড়ের মাঝে,
কেউ পলিথিনে উচ্ছিষ্ট খায়
কেউ হোটেল তাজে।
কারো শতছিন্ন বস্ত্র গায়
কারো সোনায় মোড়া,
কেউ রয় ঝুপড়িতে, কারো
অভ্রভেদি ঘর গড়া।
সারি সারি মোটর গাড়ী
কারো ঘরের কাছে,
কারো ঘরে সাইকেল এক
ভগ্নপ্রায় পড়ে আছে।
টাকার বিছানায় শুয়ে কেউ
এসি দালান ঘরে,
আবার কেউ রাত কাটায়
পরের বারান্দা'পরে।
হয়তো বা এ কর্ম ফল
সেটা না হয় মানি,
যেমন কর্ম তেমনই ফল
এ কথাটাও জানি।
কিন্তু যারা অন্যায় ভাবে
শোষণ করে চলে,
কালোধন গোলায় ভরে
ছলে বলে কৌশলে।
প্রভু তোমার সন্তান বাগিচায়
কেমন সন্তান ফলে,
কেউ শোষিত কেউ শোষক হয়ে
শোষণ করে চলে।
দেখি এ সব ঘৃণ্যপরাধ
মরি শরমে লাজে,
মনুষ্যত্ব আজ হারিয়ে গেছে
আস্থাকুড়ের মাঝে।