লাড্ডু হোক না যতই বড়
গণেশ তো আর খায় না,
যাদের আসল পাওয়ার কথা
তারাই তো হায় পায়না।
কাঠ খড় আর মাটির প্রতিমা
সেথাই কি আর দেবতা রয়,
মানুষের মাঝে সদা ভগবান
ইহায় সব লোকে কয়।
তাহলে আজ প্রতিযোগিতা কেন
কার লাড্ডু সবচেয়ে বড়,
কার প্রতিমা বিশাল অতি
কার মন্ডপ অতি মনোহর।
অন্তরে যদি ভক্তি থাকেই
পূজা করো আর্ত মানুষে,
অসহায় দীন দুঃখীদের
কাছে টেনে নাও ভালবেসে।
দেবতা কখনোই আবদ্ধ নয়
মন্দির মসজিদ গুরুদ্বারে,
তিনি তো বিরাজ করেন সদাই
দীন দুঃখীদের অন্তরে।
অযুত নিযুত খরচ করে
মিছাই দেবতারে খুঁজা,
অসহায়দের সেবার মাঝে
হোক না মানবতার পূজা।