মাতৃহারা সন্তান তোমরা
মায়ের দুঃখে হাসো!
মাকে করলে টুকরো টুকরো,
কেমন ভালবাসো?
টেনে হিঁচড়ে একাকার করলে
বৈশ্যা নারীর মতো,
বাষট্টি বৎসর হয়ে গেলেও
রয়ে গেছে সব ক্ষত।
আমার ভাষা আমার সংস্কৃতি
করলে অবহেলা,
নিরূপায় হয়ে শয়ে রয়েছি
দুর্বিসহ এ জ্বালা।
জেগে ওঠো আমার সন্তানেরা
ছিনে নাও অধিকার,
আর পারি না সইতে ওরে
ঘৃণ চক্রান্তের হার।
আদিবাসীদের জাতি স্বত্ত্বার
বঞ্চিত অবহেলা,
মানভূম ভাষা সংস্কৃতি আর
মানভূম জেলা।