বর্ষা রাণীর বিদায় লগনে
শরৎ এসেছে দ্বারে,
পাত্তাড়ি দিয়ে মেঘগুলি সব
উড়ে যায় থরে থরে।
শাপলা, সরোজ ঝিলে ঝিলে আজ
অপরূপ শোভা পায়,
মেঘের ভেলা সাজিয়ে গগনে
শূন্যতে উড়ে যায়।
ঊর্মি জাগানো জাহ্নবী আজ
কূলে কূলে নাই দিশা,
ঝিঁঝিঁ পোকা রব ঝোপে ঝাড়ে আজ
জোনাকির তমানিশা।
নদীর দুকূলে ঝাঁকে ঝাঁকে আজ
বলাকার সারি সারি,
কাশের লহর ঢেউ খেলে যায়
দুকূল বেয়ে তারই।
পাল তুলে দিয়ে মাঝি আজ সুরে
ভাটিয়ালী গান ধরে,
ক্ষেপা বাউল আজ গলা ছেড়ে তাই
গেয়ে চলে প্রান্তরে।
জুঁই,চামেলী আর মধুমালতী
অপরাজিতার লতা,
গুল্ম শাখায় আজ শিহরন
অবিরাম চঞ্চলতা।
স্নিগ্ধ প্রভাতে দূর্বা'র শিষে
শিশির বিন্দু কণা,
ঝলমল রোদে রবিকর লেগে
একএকটি মুক্তোদানা।
কোথা যেন আজ সানাই বাজে
দূর হতে আরো দূরে,
দ্রিমি দ্রিমি ঢাক বাজে অবিরাম
মা'র আগমনী সুরে।