দুর্গা পূজায় কেটলি আর মাটির ভাঁড় হাতে,
একটু খানি ঠাঁই খুজছি পূজোর মন্ডপেতে।
চতুর্দিকেই লোকারণ্য তিল ঠাই আর নাই,
সব খানেতে পরিচিত,ও সহপাঠীদের পাই।
বিক্রী করছে ঘুঘনি মুড়ি, চা, বিস্কুট চপ,
বিকচে তারাই কিনছে তারাই খাচ্ছে গপাগপ
কিন্তু আমায় দিচ্ছে না কেউ একটু খানি ঠাঁই
জোর পূর্বক বসতে গিয়ে হলও খুব লড়াই।
হটাৎ দেখি ছুটে এলো ভাইপো অকস্মাত্
আমার পাছায় জোর পূর্বক দিল একটা লাৎ
কাঠের টেবিল কেটলি কড়াই গেল সবই উড়ে
ব্যথায় কাতর আমিও আছি খাটের নিচে পড়ে
কোটিপতির স্বপ্ন আমার ভেঙ্গে হলো চুরমার
দুর্ভাগার এই কপাল মন্দ রয়ে গেলাম বেকার।