"কথার কথা নয় যে কথা"
কথার মধ্যে সব,
কথায় জীবন সচ্ছল হয়
কথায় কলরব।
হাসির কথা দুঃখের কথা
ব্যঙ্গ কথা আর,
তীর্য্যক কথার তীক্ষ্ণ বাণ
হৃদয় করে পার।
কটু কথায় দুঃখ লাগে
হাসির কথায় হাসি,
সোহাগ মাখা প্রেমের কথা
বড়ই ভালবাসি।
সরল কথার মানুষ গুলোর
জীবন সরল হয়,
জটিল কথা, প্যাঁচের কথা
বড়ই লাগে ভয়।
কথার ভিতর কথা থাকে
বাউল গানের কলি,
একটা কথার দুটো মানে
দ্বৈত কথা বলি।
যার স্বভাবে মিষ্টি মধুর
কথা বলার ভঙ্গি,
কর্ম ক্ষেত্রে সিদ্ধহস্ত
অনেক সাথী সঙ্গী।
চুকলি কথায় জল বিছুটি
শিউরে উঠে গা,
নিন্দা কথায় রাগে জ্বলে
মস্তক হতে পা।
কথার মাঝে কথা বলা
বাগড়া দেওয়া বলে,
কেউ কেউ আবার বলে কথা
সুর ও ছন্দ তালে।
বকবক করে কথা বলে যে
বাচাল বলি তারে,
তর্ক বিদ্যায় পারদর্শি
কভু নাহি সে হারে।
যে কথা যায় না বলা
অবর্ণনীয় কয়,
মৃদুভাষী মানুষ গুলো
আপন মনে রয়।
জীবন মধুর করতে হলে
কথা হওয়া চাই ভাল,
কথায় জীবন তমানিশা
কথায় জ্বলে আলো।
যতটুকু লিখলাম কথা
এ আমার অনুভব,
কথার কথা নয় যে কথা
কথার মধ্যে সব।