#কোথায়_সভ্যতা
#মূলচাঁদ_মাহাত
আপন গৃহে থাকতে স্বামী
ভাগনে প্রেমে মজলো মামী,
সর্বোচ্চ আদালতও বলে
পরকিয়া আজ অনেক দামি।
কে বলো ভাই বড়ু চণ্ডীদাস
শ্রীকৃষ্ণকীর্তনে শ্লীলতাহানি,
অসভ্যদের অস্বীকৃত করে
সভ্য সমাজে আজ টানাটানি।
উন্নত আজ দেশের ধারা
পশ্চিমীদের গতির পথে,
পরকিয়া যখন বৈধ্য হলোই
পালিয়ে যাক যে যার সাথে।
পোষাক তো আর নেইকো সভ্য
নারীর পোষাক হচ্ছে ছোটো,
ধর্ষণও এবার হোক না বৈধ্য
বন্য প্রাণীর ধারায় হাঁটো।
তার চেয়ে ভাই গ্রামই ভাল
কিছুটাই হোক সভ্য আছি,
সমাজ, সংস্কার প্রতিবেশী নিয়ে
প্রকৃত মানুষের মতোই বাঁচি।