*মান্না দে'র বিখ্যাত গান "কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই" আদলে রচনা করার প্রচেষ্টা করেছি। সুর তালের জ্ঞান আমার নেই যদি কোন সুহৃদয় কবি গায়ক সুর করে গেয়ে ভুলত্রুটি সংশোধনে সাহায্য করলে উপকৃত হবো।
--------------------------------------
কবি আসরের এই আড্ডাটা অমলিন থাক অমলিন থাক,
নবাগত কবি এসে হোক হতবাক হোক হতবাক।
আশফাক পল্লব নির্মাণ এ ব্লগ 'বাংলা কবিতা' ভালবেসে রে,
জে, আর, এগ্নেস, মৌটুসী, দীপ্তি আজ তারা সক্রিয় আসরে,
কবিতাকে ভালবেসে আনন্দ উচ্ছাসে শুধুই কবিতা লেখে সঞ্জয়,
শহীদটা ভুগছে দুরন্ত অসুখে তবুও লেখতে ছাড়েনি এ মহাশয়।
কবি আসরের................
খলিলুর রহমান পার্থেও থেকে রোজ কবিতা আপলোড করছে,
কবীর হুমায়ুন, suman এর কবিতা হাজার পাঠক রোজ পড়ছে,
আর কলেজের ছেলে সৈকত, শাহিন বিরহের কবিতাই লেখছে,
মোনায়েম সাহিত্যের 'কথা অমৃত' জীবনে অনুসরণ করে চলছে।
কবি আসরের....................
সঞ্চয়িতা,শম্পা,রুনা ও রীনা তারাও লেখেন ভাল কবিতা,
আব্দাল, আব্দুল, লক্ষ্মণের লেখাতে ভেসে উঠে যেন ছবিটা,
ছন্দ অলংকারে আগাগোড়া মোড়া থাকে মুনিরুজ্জমানের লেখাতে,
সমীর, সহিদুল, মুজিবের কলমে উজ্জ্বল কবিতার আলোচনাতে।
কবি আসরের....................
একটা আসরে এই চব্বিশ ঘন্টা কবিতও আপলোড চলছে,
যখন যার পারে সুজিতটা প্রতিদিন ছন্দ নিয়ে আলোচনা করছে,
রোদ, ঝড়, বৃষ্টিতে মৌসম যা থাকুক সেই নিয়ে কবিতা পায় যে,
এই আসরে কবিতা লেখে যা মজা পাই আর কোথাও নাই যে।
কবি আসরের....................
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ থেকে যাবে সুমিত্র'র নামটা,
প্রতিটি কবিতা তাঁর প্রতি দিন হয় ছাপা পেয়ে যাবে প্রতিভার দামটা
পারমিতা অনুকবিতা, গোপাল ব্যঙ্গ কাব্যই শুধুই গড়ছে
ভিন্ন আঙ্গিকে ভিন্ন কাব্যধারায় হাজার পাঠক রোজ পড়ছে।
কবি আসরের......................
সেই সাতজন নেই প্রথম যারা ছিল তবু আসরের পাতা আজো খালি নেই,
কি প্যাডে টাইপ করে কবিতা আপলোড করে প্রয়োজন খাতা কালি নেই,
শত স্বপ্ন নিয়ে এসো এই কবি আসরে সবই স্বপ্ন হেথা বাস্তব হয়,
সাহিত্যের জগতে 'বাংলা কবিতা' ডট কমের একদিন নিশ্চই হবে জয়।
কবি আসরের..................
আবেদন- কাব্যিক প্রয়োজনে শ্রদ্ধেয় ও বরিষ্ঠ কবিগনের নামে আগে সম্মান সূচক শব্দ ও নামের পরে পদবি পরিহার করতে হয়েছে। যা নিজেকেই শ্রুতিকটু লাগছে।শ্রদ্ধেয় প্রিয় কবিগণ ক্ষমাপূর্ণ দৃষ্টিতে নিলে নিজেকে ধন্য মনে করবো।