নগ্ন দুপুরে যখন তোমার কথা ভাবি
এক পশলা শীতল বাতাস এসে
আমার হৃদয়ে আঘাত করে
আর কেঁপে উঠে সারাটা শরীর,
আর ভুল হয়ে যায়
জীবনের যত হিসাব নিকাশ।
কবে একদিন তোমাকে পাবার জন্য
বর্ষায় ভিজেছিলাম তোমার জানালার পাশে,
কবে একদিন তোমার খেয়ালে
ছাদে শুয়েছিলাম শীতের সারারাত,
কবে একদিন
অসবর্ণে হাত ধরে বলেছি....
"তুমি আমার এক মাত্র"
আর কবে একদিন
ব্যতীপাত যোগে তোমাকে ঘরে এনেছিলাম।
কবে একদিন
দৈনন্দিন মতানক্যের কারণে
মাদক বড়ি খেয়ে হাসপাতালে পৌঁছেছিলাম।
কবে একদিন
বরগাই দড়ি বেঁধেছিলাম।
কবে একদিন তুমি
যত ঝমেলাই ইতি টেনে
দ্বিতীয় প্রদক্ষেপ নিয়ে
দূরে, বহু দূরে সরে গেছো...।
কবে তুমি সুখে ছিলে,
কবে আছো?
আর একদিন
আর কবে একদিন
মনে পড়ে না
সেই ব্যথা
আর আঘাত
আমার চিন্তাশক্তিকে
তোলপাড় করে তুলে
কবে একদিন............!