"শুনতে পেলুম পোস্তা গিয়ে"
ডাক্তাররা সব আস্ত ইয়ে।
গরুর মতো রুগী পেলে
যমের দেশে দিচ্ছে ঠেলে।
তাই বলে তো বাড়ির লোকে
চড় চাপাটি দিবেই ঠুঁকে।
একটার নাহয় ফাটল মাথা,
তাই বলে কি সবার ব্যথা।
লাগলো সে তো ছিলই গোঁয়ার,
বাকিগুলোও জাতেই শুয়োর।
রুগী দেখা বন্ধ করে,
বসছে গিয়ে এসির ঘরে!
ডাক্তারি পড়ার খরচ জানে?
পঁচিশ লক্ষ দিচ্ছি গুনে।
তবু এদের নেই আক্কেল,
প্রয়োজনে পাঠাবো জেল।
ইস্তফা দিবে! দিয়েই দেখুক,
বাংলা ছাড়লে বুঝবে দুখ।
বহিরাগত এমনই তো সব,
সার নেম দেখে বাড়ে লোভ।
এদের আবার প্রোটেকশেন,
আমার কাছেই করে ঘ্যানঘ্যান।
রুগীরা আমার কেবল ভোগে,
'জোড়া ফুল' ও 'পদ্ম' রোগে।
রুগীরা আমায় করবে জয়ী,
আমি রুগীদের ক্ষমতা ময়ী।
পুরোনো লেখা।সংরক্ষণের জন্য পোষ্ট করলাম।