শৌচালয়ের দশ শতাংশ
পুকুর খননে তাই,
একশ দিনের কাজ প্রকল্পের
পুরো টাকা কৈ পাই!
মানছি না আর মানবো না
দালাল রাজের মনমানি
সুদে আসলে ফেরত চাই
আমার যত কাটমানি।
ঘর নির্মাণে ঘুষ নিলে
শিল্পী ভাতাতেও,
কুঁয়োর টাকা কোথায় গেল
বলবে তাহা কেউ?
রাজ্য জুড়ে ঘুষ কারবার
চলছে সবাই জানি,
সুদে আসলে ফেরত চাই
আমার যত কাটমানি।
চেলা চামুন্ডা নেতা মন্ত্রি
দাদা দিদিরা যতো,
পিঁপড়ে অংশ নিচ্ছো সবাই
লাভের গুড়ের মতো।
জনগণ আজ উঠছে জেগে
দেখুন বঙ্গ রাণী
সুদে আসলে ফেরত চাই
আমার যত কাটমানি।