#কাটাকাটি
#মূলচাঁদ_মাহাত

লোহায় জানি লোহা কাটে
                        হীরায় কাটে কাঁচ,
'ধীর পানি পাথর কাটে'
                       ছাইয়ে কাটে আঁচ।
বিষে নাকি বিষ কাটে
                   অহিংসা কাটে হিংসা,
অন্ধকারকে কাটে আলো
                   জ্ঞান কাটে জীঘাংসা।
কুড়ুল দিয়ে গাছ কাটে
                       বঠিনে কাটে শাক,
মাছের পাখনা কাটে জল
                      কুচিয়া কাটে পাঁক।
ঘৃণা কাটে প্রেম দিয়ে
                       ঔষুধ কাটে রোগ,
ভগ্ন শরীর কাটে শুনি
                     করলে নাকি যোগ।
আহার খেলে ক্ষিদা কাটে
                  অলসতা কাটে কর্মে,
জাতপাতের বিভেদ কাটে
                         মানবতার ধর্মে।
নতুন কাপড় দর্জি কাটে
                       নাপিত কাটে চুল,
কোনরকমে জোড়া লাগেনা
                      হলে কাটায় ভুল।
খাওয়ার ভুলে জীব কাটে
                 কথার ভুলেও কাটে,
অসতর্কে ওজন কাটে
                       ব্যবসায়ীরা হাটে।
শাঁখের করাত এমন কাটে
                      দুদিক থাকে রেশ,
কথা দিয়ে কথা কাটলে
                       হয়না কাটা শেষ।

কপিরাইট সংরক্ষিত©মূলচাঁদ মাহাত