অন্যায়ের আজ হয়েছে জয়
ন্যায় মেনেছে পরাভব,
অহিংসা আজ নতজানু হয়ে
হিংসারই উচ্চরব।
ত্রাস ও শাসনে ফতোয়া জারিতে
আতঙ্কিত আফগানী,
অমানবিকতার নজির গড়ে
উচ্ছাসিত তালিবানী।
নিজে ভূমে আজ পরবাসী হয়ে
দেশ হতে বিতাড়িত,
উগ্রবাদ ও আতঙ্কবাদীদের
শাসনে ত্রস্ত ও ভীত।
স্বদেশের ভূমি ছেড়ে যেতেও
সব পথ আজ রুদ্ধ,
শাসনের গ্লানি মেনে নিবে কেউ
কেউ করছে জীবন যুদ্ধ।
এক সে সাধনা আকাশ পথে
দিতে হবে দূরে পাড়ি,
কেউ প্লেনের ছাদে উঠে পড়ে
মৃত্যুর ভীতিকে ছাড়ি।
ফল যা হওয়ার তাই হলো শেষে
জীবনের হলো নাশ,
বিশ্ব দেখলো, রচিতও হলো
কলঙ্কিত ইতিহাস।