হড়হড় কড়কড় গুমরি গুমরি ডাকে,
সন্ সন্ সন্ সর্ সর্ সর্ মরুৎ বইতে থাকে।
দিকে দিকে আজি রণভেরী আর দুন্দুভি হুংকার
আসিছে কাল বৈশাখী ঝড় হও সবে হুঁশিয়ার।
আজিকে যেন রুদ্রবতার প্রলয় খেলায় মাতে,
প্রকৃতির রোশে সংহার করে খড়্গ অস্ত্র হাতে।
অম্বরে অম্বরে বিদ্রোহে আজি দম্ভ অহংকার,
শানিত তরবারি আস্ফালনে তুলিছে ঝংকার।
ধূলি ধূসরিত ধরাভূমি আজি অশান্ত ঊর্মি মালা,
অসহায় নভশ্চর ডানা ঝাপটায় জীবন ঝালাপালা।
মহিরুহ শ্রেণী লুটায়ে পড়েছে আজি ধরনীরপরে,
টিনের চালা এসবেসটস উড়িয়া উঠিছে ঝড়ে।
করকাপাতে অতিষ্ঠ প্রায় জীব কূল বেদনায় হাঁকে,
পথের মাঝারে অসহায় পথিক ঈশ্বরে সদা ডাকে।
উথাল পাথাল চারিদিক আজি আঁধার ধুলিকণা ঝড়,
ঝলকানি দিয়ে সৌদামিনি হড় হড় কড় কড়।
বৎসরের বিদায় লগনে প্রকৃতি হুংকার ছাড়ে,
নববর্ষ আসিছে বীর দর্পে কাল বৈশাখী ঝড়ে।