সাত পাকের বন্ধনীতে
যোগ বিয়োগের হিসাব রয়,
স্বামীর গৃহ যুক্ত হলে
পিতৃগৃহ বিয়োগ হয়।

অকস্মাৎ দুর্ঘটনায়
গুণ গত দুঃখ দেয়,
সুখ দুঃখ ব্যথা বেদনা
জীবন সাথী ভাগ নেয়।

জীবনটাকে হিসাব করা
শুধু সময়ের অপচয়,
জীবনের অঙ্ক খাতায়
সমাধান সরল নয়।






বি. দ্র.-আজ দিল্লীগামী ট্রেনে আছি। সারারাত ট্রেনে থাকব। নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছি না। যদি কারো মন্তব্যের প্রতি মন্তব্য না করতে পারি নিজ গুনে ক্ষমা করে দেবেন।ধন্যবাদ।