গর্ভকাল
======
খেলার পূর্বে খেল,
হেড কিম্বা টেইল।
শিশুকাল
=======
মৃতশিল্পীর মৃত্তিকায়,
মহিষাসুর বা দূর্গা হয়।
জীবনকাল
========
দিবস রজনী জীবন,
উপযুক্ত সময় সন্ধিক্ষণ।
মৃত্যুকাল
=======
কচু পাতায় জল,
করে টল মল।
পরকাল
=====
নক্ষত্র মন্ডলে তারা,
আনন্দে আত্মহারা।
বি. দ্র.- অনুকাব্য লেখার প্রথম প্রচেষ্টা। অতএব সবার সমালোচনা সাদরে গৃহীত হবে। ধন্যবাদ।