ঝর্ণার গান
মূলচাঁদ মাহাত
ঝর্ণা ওরে ঝর্ণা তুমি
রূপের হীরক খনি,
স্রোতোস্বিনীর উছল ধারায়
তুমি বনের রাণী।
পাহাড় চিরে সৃষ্টি তোমার
পড়ছো চাটান পরে,
সহস্র কোটি আঘাত সয়েও
সৌন্দর্য বিলাও ওরে।
শুভ্র ফেনিল রৌপ হেন
অবিরাম ধারা গতি,
ধুম্রজালের মায়ার খেলায়
সুন্দরায়নের প্রতি।
তরঙ্গ তোর এমন যেন
নৃত্য রতা নারী,
রুনুন ঝুনুন নুপুর পায়ে
চঞ্চলতার বারি।
তোমার কাছে শিক্ষা পেলাম
হাজার আঘাত সহে,
আনন্দ সুখ দান করবো
কঠোর হৃদয় নিয়ে।
বিলিয়ে দেবো সবার মাঝে
মধুর ভালবাসা,
আঘাত সহে সৌন্দর্য বিলায়
ঝর্ণা গানের ভাষা।