বাংলা আমার জন্ম ভূমি
বাংলা মায়ের চরণ চুমি
প্রনাম জানায় বারে বারে।
তোমার চরনে হরষ মনে
সূর্য কিরণ মলয় পবনে
কল কল ধারা জাহ্নবী তীরে।।
হরিৎ শষ্য দিগন্ত জুড়ে
পাখ পাখালী আকাশে উড়ে
মরাল মরালী যায় সরোবরে।
তুষার ধবল শিখর চুড়ে
লহর সাগরে আছড়ে পড়ে
কচ্ছপ, মীন জল কেলি করে।।
আউল বাউল প্রেমের গানে
ভাটিয়ালী গান মাঝির প্রাণে
উজানের টানে তরণী বায়।
প্রভাত কিরণে শিশির কণা
ঝলমল করে মুক্তা কাঞ্চনা
শিউলি সুবাস দিকে দিকে ধায়।
জগদীশ, মাইকেল,সুকান্ত,রবী
ঈশ্বর,নেতাজী,বিদ্রোহী কবি
রাজা রাম,বঙ্কিম,শরৎ,স্বামী।
কতনা মহা পুরুষ আরো
বক্ষে ধরো পালন করো
তুমি সবার জননী জন্মভূমি।।
বন বাদাড়ে জলে জঙ্গলে
মাঠে ঘাটে কত শষ্য ফলে
বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি।
এই মাটিরই মুর্তি গড়ি
সেই মুর্তির চরণ ধরি
তিলক করি সেই চরণের মাটি।।