জল সংকট- ৩
কেউকি এক গ্লাস জল দিতে পারো?
কয়েক দিন হলো জলের মুখ দর্শন করিনি!
চাইতাম না গো.......
যদি চোখের জলে তৃষ্ণা মিটত।
জল সংকট- ৪
গ্রামের আরো চারটি কুঁয়োর মধ্যে
একটি কুঁয়ো ভোর গ্রীষ্মেও
দু ঘন্টা অন্তর দু বালতি জল সঞ্চিত হয়।
আমিনা জল তোলার পর
কুসুম জল তুলতে গিয়ে দৈবক্রমে আমিনার বালতির পড়ে গেল।
সেই নিয়ে গালাগালি ঝগড়াঝাঁটি
দুই পরিবারে হাতাহাতি রণ কাণ্ড।
কুঁয়োর এক বালতি জল
থানা পর্যন্ত গড়াল।