চৈত্র এখনো শেষ হয়নি
বা বলা চলে
গ্রীষ্ম এখনো শুরু হয়নি।

সিন্ধু জল বন্টনে পাকিস্তানের চুক্তি ভঙ্গের অভিযোগ,
তিস্তা জল বন্টন চুক্তি সাক্ষরিত হল না,
ব্রক্ষ্মপুত্র জলে বিষাক্ত বর্জ্য ফেলে
ভারতকে ভাতে মারার চেষ্টা,
কাবেরী জল বিবাদ সুপ্রীম কোর্টে বিচারাধীন।

আমিনা আজ মাটির কলসি নিয়ে
পাশের গ্রামের ডাড়িতে জল নিতে গেছিল
তারা কলসিটা ভেঙে পাঠিয়ে দিয়েছে।

আমিনা কাকে একথা বলবে?



ডাড়ি>নিম্ন জমিতে জলের স্রোতের ছোটো গর্ত বা ডোবা বা পাত কুঁয়ো।