দিকে দিকে আজ উঠুক ঝড়
ভাঁঙ্গতে সমাজের ব্যাভিচার,
মুছে দিয়ে সব বিশৃঙ্খলা
অমানবিকতার অত্যাচার।
লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে
নারীরা হও আগুয়ান,
রুদ্ধ বিবেকের দ্বারেতে শোনাও
মানবতার আহ্বান।
পণের দাবীতে যে নবযুবতীর
স্বপ্ন হল ছারখার,
যৌতুকের তরে নববিবাহিতার
ভবিষ্যত হল চুরমার।
তরুণীদল আজ উঠে দাঁড়াও
পণ হোক মহিয়ান,
পণপ্রথার করাল ব্যাধিকে
ভেঙ্গে কর খানখান।
আঁধার গর্ভে যে ভ্রুণ কন্যার
অসহায় প্রাণঘাতে,
যে শিশুকন্যা রক্তাক্ত হলো
অসহ্য নখরাঘাতে।
তন্দ্রা ভাঙ্গুক নারীসমাজের
চেতনার অঙ্গীকারে,
নারীজাতিও মহিয়সী প্রাণা
সমানতার অধিকারে।
অবিবাহিতা মা, লগ্ন ভ্রষ্টারা
হীন নয় সমাজের,
যে বিকৃত রূপে রূপায়িত হল
এসিডের আঘাতের।
কোন সমাজ বিচারে ছাড় পায়
সেজন অত্যাচারী,
অসুরনাশিনী রূপ ধরে নারীরা
হাতে লও তরবারি।
পুরুষের বিকলাঙ্গ বিবেকে
সজোরে আঘাত করো,
অন্যায়ের আঁধার ঘোচাতে
ন্যায়ের মশাল ধরো।
নারী নয় হীন পুরুষাপেক্ষা
আজি নব জাগরণে,
চারিদিক আজ মুখরিত হোক
নারীদের জয়গানে।
আসরের সবার প্রিয় কবি জে আর এগ্নেস মহাশয়ার কবিতা "প্রশ্ন মন উত্তরের প্রত্যাশায়" এর অনুপ্রেরণায় আমার এই কমিতাটি রচিত হলো। তাই শ্রদ্ধার সহিত প্রিয় কবিকেই উক্ত কবিতাটি নিবেদন করলাম।