যদি পারতাম লিখে দিতাম
ছন্নছাড়া গীতাঞ্জলি,
যদি পারতাম এলোমেলো
বর্ণমালায় কথাকলি।
না হয় একটা নষ্ট কাব্য
না হয় নষ্টচরিত্র,
বিচ্ছিন্ন সব নোংরা ব্যপার
ঘটছে যাহা দিবারাত্র।
যদি পারতাম রামায়ণে
মেঘনাদেরই যুদ্ধ জয়,
মহাভারতে চরিত্র দোষে
শ্রী কৃষ্ণের অবক্ষয়।
আর্যদেরই ধ্বংস কথায়
অনার্যদের জয়োল্লাস,
ধর্মের নামে বজ্জাতি সব
পরিবর্তের অভিলাষ।
যদি পারতাম লিখে দিতাম
সর্বহারার মহোৎসব,
অর্থ লোলুপ রক্ত পিপাসুদের
গরীব বইবে তাদের শব।
যদি পারতাম লিখে দিতাম
গরীব সেবা ধর্ম প্রাণ,
মন্দির মসজিদের উর্দ্ধে
মানবতার জয়গান।