বেদনায় ভরা অন্ধকার
আর একাকীত্বে ভরা হাহাকার
ঘোলাজলে দু:খ মিশে
স্মৃতির গহীন হতে তুলে আনার ব্যকুল প্রচেষ্টা
একটি স্মৃতি ছবি....
যার নাম মিনা........!

বহু সময়ের ব্যবধান
বহু অমাবস্যার নিশির একাকীত্ব
জীবনকে রোমন্থন করি
কিন্তু হায়
আসে না ফিরে
সেই ছবি......
যার নাম মিনা......!

বাল্যকাল
পাঠশালা
যেখানে জীবনের সূচনা
ভবিষ্যতের উজ্জ্বল আলোর
আর সেই অন্ধকারে
মগজের হাতড়ানো ছবি
মুছে গেছে কখন অজান্তে,
ভালোবেসে দিয়েছিলাম
সামান্য টিফিনক্যারী
যার নাম মিনা........!

আজ তুচ্ছ, মুল্যহীন লাগে
যদি ফিরি পিছনে বাইশ টা বৎসর
রৌদ্রের দুপুরে অনাহারী শিশু
প্রেম দান করে
জীবনের বিনিময়ে
যার নাম মিনা
আর ভালবাসা।

রচনা
১৫/১১/২০০৬