আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে দেখি
আর ভুলে যায়
জীবনের সব হিসাব নিকাশ।
হিসাবের খাতা ছুঁড়ে দিয়েছি
সহস্র মাইল দূরে,
কি হবে হিসাব করে,
চা, চিনি, মশলা, নুন আর যত অবয়ব।
এসেছি তো এক টুকরো কান্না সম্বল করে,
করুণাময় ঢেলে দিয়েছেন
আলো আর আনন্দ।
জীবনের মধ্যাহ্নে এসে
হিসেব আর মিলতে চাই না,
শুধু অনুভবে বুঝি
এই হিসাবের কোন কৈফিয়ত চাওয়া হবে না সেখানে;
ন্যায় আর অন্যায়ের হিসাব হবে।
প্রদীপটা বুঝবার আগে
যেন জ্বলে উঠে শেষবার,
বিদ্যুতের ঝলকানি দিয়ে
যেন আলোকিত করে
এই ধরার নির্বোধ নির্মম হৃদয়ের মনিকোঠায়
সবার চোখগুলো ঝলসে দিয়ে
যেন যেতে পারি।
সেই হিসাব নিয়ে যেন
আমি তোমার পাশে
দাঁড়াতে পারি
হে ঈশ্বর।