ছিঁড়া তারের বীণা টি কবে বেজেছিল শেষ বার,
মনে নেই !
আজ ধুলায় ভর্তি মানুষের মতো
টেবিলের উপর সজ্জিত।
বেবাক্‌ মানুষ আজ।
পশু হতে চায় নিজের স্বার্থ বাদ দিলে,
অবশ্য পশুও নিজের স্বার্থ রক্ষা করে,
তাই মানুষ এখন শুধু জীব মাত্র।

পরোপকার বা পরহিতার্থ বাক্য
মানুষ গোপনে ভুলে যায়
অতি শিক্ষার আড়ালে।
হুন, শক, পাঠান, মোঘল, ইংরেজ
ভাগ্গিস আগেই এসেছিল।
আর একটা খুদিরাম পাব?

আজ সৌরমণ্ডলের শ্রেষ্ঠ  জীব
হিংস্র পশু তুল্য
রক্ত পিপাসু মাত্র।


রচনা
৩০/০৯/২০০৮
নিজ গৃহ কুটির