মানুষ যখন প্রলয় খেলায় মাতে
বৃক্ষ নিধন সংহারে হয় রত,
প্রকৃতিও আজ বিমর্ষ সংঘাতে
ধরনী আঘাতে আজ ক্ষত বিক্ষত।
ভরা ফাগুনেও মেঘের ঘনঘটা
আজ নিম্নচাপে উত্তাল জলধি
ভোরের ঘাসে এখনো শিশিরছটা
আজো জুড়ে বসেছে শীত নিরবধি।
শহর বাতাস বিষাক্ত আজ বিষে
ফুসফুসও আজ আক্রান্ত নিশ্বাসে
বসন্ত দূত সংক্রমিত আজ শিষে
সভ্যতাও আজ প্রতারিত বিশ্বাসে।
অটবিও আজ ঢাকছে কংক্রিটে
কিম্বা আঘাত হানছে ব্যবসায়ী
জানি খচ্চর পান করে সব ঘেঁটে!
প্রকৃতির কাছে কে হবে জবাবদিহি?
তাজা শষ্য রঙে বা ফরমালিনে
আহার এখন সবটাই কৃত্তিম
প্লাস্টিক আজ খাচ্ছি রাতে দিনে
প্লাস্টিকের আজ আসছে শুনি ডিম।
হও সাবধান এখনো সময় আছে
শহরগুলি করে তুলো আবার বন্য
বনেই জেনো সুস্বাস্থ্য জীবন বাঁচে
সুস্থ্য ধরা গড়ি ভবিষ্যতের জন্য।