মানুষের হৃদয় গুলো
শক্ত হয়ে যাচ্ছে আজকাল,
পাথরের মতো শক্ত।
মানুষের মস্তিস্কের টিসু থেকে
দয়া, মায়া, মমতার যে রস নিসৃত হয়
তা বন্ধ হয়ে গেছে হয়তো।
কী আশ্চর্য লাগে!
মানবিকতাকে গলদ:করন করে টেবলেটের মতো।
মানুষত্ব আজ হারিয়ে যাচ্ছে
অমানবিকতার আড়ালে ।
না হলে
আর্ত কন্ঠে চিৎকার করে
সদ্য দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন
কোন এক বাইক আরোহী,
অথবা রেল লাইনে উপরে
মৃত্যুকাংক্ষি এক মহিলা
ট্রেন এসে গুড়িয়ে দিয়ে চলে যায়,
হয়তো বাঁচানোও যেতো ।
কিন্তু উপস্থিত দর্শক
স্মার্ট ফোনে ক্যামরা করতে থাকে।
মানবিকতাকে ধুয়ে মুছে তাকিয়ে থাকে
স্মার্ট ফোনের ডিসপ্লে।
এখানে এক অদৃশ্য প্রতিযোগিতা চলে,
সোস্যাল সাইটে আপলোডের প্রতিযোগিতা।
কিন্তু আগে তো এ ছিল না!
যে কারো বিপজ্জনক অবস্থায়
মানুষ ঝাঁপিয়ে পড়তো সাহায্যের জন্য।
আরো কত নৃশংস ঘটনা দেখি
ওয়াট্স এপ ফেসবুকে পাতায়।
এমন কি শির বিচ্ছেদের ঘটনা
আমরা অবলীলায় ফোরওয়ার্ড করে যায়।
এভাবেই মানুষের হৃদয় গুলো
শক্ত হয়ে যাচ্ছে আজকাল,
পাথরের মতো শক্ত।